ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডারগার্ড (বিজিবি’র) সদস্যরা।
শনিবার(১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধীনস্থ ফকিরমুড়া বিওপির টহলদল তাদের আটক করে।
আটককৃত দুই বাংলাদেশিরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ পৌরশহরের বীরগঞ্জ গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ বাপ্পি ইসলাম (২৮) ও একই গ্রামের মৃত শহীদুল ইসলামের স্ত্রী
মোছাঃ সুমি বেগম (৩৩)।
আটকের বিষয়টি নিশ্চিত করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাস্মদ ইমতিয়াজ বলেন, মোঃ বাপ্পি ইসলাম ও মোছাঃ সুমি বেগম নামে দুই বাংলাদেশি অবৈধভাবে ভারতে গনমকালে আখাউড়ার সীমান্ত পিলার ২০২২/৩-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হীরাপুর নামক স্থান হতে ফকিরমোড়া বিওপির টহলদল তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতের দিল্লিতে চিকিৎসার উদ্দেশ্যে গমনকালে তারা বিজিবির হাতে আটক হয়েছে। পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।