বরিশাল ব্যুরো:- বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি আহবায়ক কমিটি আহবায়ক কবির হোসেন তালুকদার(৭০) অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে গতকাল দুপুরে ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহি….রাজেউন)। মৃত্যুকালের তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্যা আত্বীয়-স্বজন রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকালে মরহুমের জানাজার নামাজ শেষে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। তার মৃত্যুতে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন ও কেন্দ্রীয় বিএনপি নিবার্হী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো.মাহবুবুর ইসলাম মাহাবুবসহ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ।