নৌ ডাকাত গ্রেফতার করেছে ভৈরব র‍্যাব -১৪

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন মেঘনা নদীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ১ নৌ ডাকাত কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা। উল্লেখ্য যে গত ১৩ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১১.৩০ ঘটিকায় বাদী মোঃ কাজল মিয়া, পিতা-মৃত শাফিল উদ্দিন, সাং-জগন্নাথপুর, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জসহ তার পরিবারের সদস্যদের নিয়ে নৌকা ভাড়া করে নদী পথে ভৈরব কাঠপট্টি হইতে আশুগঞ্জ থানার লালপুর বাজার হয়ে তার শ্বশুড় বাড়ি বেড়াতে যায়। শ্বশুড় বাড়ি হইতে বিকাল ৪.৩০ ঘটিকায় পুনরায় লালপুর ঘাট হইতে মেঘনা নদী দিয়ে ভৈরবে ফেরত আসার সময় পথিমধ্যে বিকাল ৪.৪৫ ঘটিকায় আশুগঞ্জ থানাধীন লালপুর ইউনিয়নের চরলালপুর সাকিনস্থ লালপুর চর কাঠবাগানের পশ্চিমপাশে মেঘনা নদীতে পৌঁছা মাত্রই পিছন দিক থেকে অজ্ঞাতনামা ৮/৯ জনের একটি ডাকাতদল তাদের নৌকা থামিয়ে বাদীর ভাড়াকৃত নৌকায় উঠে বাদীসহ তার পরিবারের লোকজনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নিকট হইতে ২ টি আইফোনসহ মোট ৩টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ১৪ (চৌদ্দ) ভরি স্বর্ণালংকার ও নগদ ৬৭০০/- (ছয় হাজার সাতশত টাকা)সহ সর্বমোট ২১,৫১,৭০০/- (একুশ লক্ষ একান্ন হাজার সাতশত) টাকা লুট করে নিয়ে যায়। উক্ত উক্ত ঘটনায় মোঃ কাজল মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় অজ্ঞাতনামা ৮/৯ জন ডাকাতদলের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৪, তারিখঃ ১৫/১২/২০২৪ খ্রিঃ, ধারাঃ ৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০। মামলা রুজুর পর হইতে অজ্ঞাতনামা আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায়, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ, বিশ্লেষন ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান নিশ্চিত করে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গত ০৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখ রাত অনুমান ৯.০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার আসামী ১। মোঃ লোকমান ওরফে পিচ্চি লোকমান (৩৫), পিতা- জিল্লু মিয়া, সাং-চরচারতলা, থানা-আশুগঞ্জ, জেলা-ব্রাহ্মণবাড়িয়া‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের কে র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমার পক্ষে র্যাব মিডিয়া অফিসার নিশ্চিত করেন।

সর্বশেষ