ভৈরবে কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ৪০ জন আহত

এম আর ওয়াসিম ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিমুলকান্দি, মধ্যচর, গোছামারা, রসুলপুর ও পৌর শহরের চণ্ডিবের, দড়ি চণ্ডিবের, আমলাপাড়া, ভৈরবপুর এলাকায় পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ ৪০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২৮ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই জানান, এখন পর্যন্ত ২৮ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া বিভিন্ন বেসরকারি হাসপাতালে কুকুরের কামড়ে আহতরা চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে দুজনকে রাজধানীর মহাখালী হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ