দেশের বিভিন্নস্থানে সাংবাদিকদের ওপর হামলায় উদ্বেগ বিপিজেএফের ‘‘সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি”

দেশের বিভিন্নস্থানে সাংবাদিকদের ওপর হামলায় উদ্বেগ বিপিজেএফের ‘‘সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি”

সংবাদ বিজ্ঞপ্তি
সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম, বরগুনা, কুড়িগ্রাম, কক্সবাজার, লক্ষীপুর ও শরীয়তপুরসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, গুলিবর্ষণ ও নির্যাতনের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারন সম্পাদক মো. রোমান আকন্দ এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বিপিজেএফ নেতৃদ্বয় বলেন, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচির খবর সংগ্রহ এবং জনগণের সামনে তা উপস্থাপন করেন। কিন্তু এ দায়িত্ব পালনে সাংবাদিকদের ওপর আক্রমণ বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া খুবই উদ্বেগের। সাংবাদিকদের ওপর এধরনের হামলা ও নির্যাতন এ অপরাধ সামগ্রিকভাবে সমাজে একটি বিশাল বিরূপ প্রভাব ফেলবে। আমরা এ ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তারা আরও বলেন, আমরা সরকারের কাছে গণমাধ্যম কর্মীদের সুরক্ষা এবং তাদের বিরুদ্ধে সহিংসতা, হুমকি ও হামলা প্রতিরাধে কার্যকর ব্যবস্থা গ্রহনের আহবান জানাচ্ছি। এসব সহিংসতার বিষয়ে নিরপেক্ষ, দ্রুত, পুঙ্খানুপুঙ্খ, স্বাধীন ও কার্যকর তদন্ত পরিচালনা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সরকারের জন্য অত্যন্ত অপরিহার্য। আর এ অবস্থা থেকে সাংবাদিকদের প্রতিত্রাণ পাওয়ার জন্য অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন আবশ্যক।

-বার্তা প্রেরক

রেজায়ে রাব্বি রেজা
দপ্তর সম্পাদক
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি
মোবাইল: ০১৭৭-৭৮৬১১৪১

সর্বশেষ