ম্যাকলারেন্স ক্লাব কর্তৃক আয়োজিত শহীদ দুলাল মঞ্চে দক্ষিণ এশীয় ভূ-রাজনীতির প্রেক্ষিতে বাংলাদেশ মিয়ানমার সম্পর্ক:ব্যবসায়িক সুযোগ ও রাজনৈতিক গতিশীলতা অন্বেষণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব:) আমিনুল করিম,এনডিসি, আইডিএমসি,পিএসসি। এছাড়াও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. লে:কর্নেল নাজমুল আহসান কলিমউল্লাহ,বিএনসিসিও এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ফরহাদ হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর ড. তানভীর আবীর।
ড. কলিমউল্লাহ বলেন, মিয়ানমারের বাংলাদেশ সংলগ্ন প্রদেশ দুটি আরাকান আর্মি দ্বারা নিয়ন্ত্রিত । সেই বাস্তবতার কথা মনে রেখে আমাদের রণকৌশল ঠিক করতে হবে ।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট জেনারেল(অব:) আমিনুল করিম,এনডিসি, আইডিএমসি,পিএসসি বলেন, শক্তিশালী মিলিটারি পাওয়ার না থাকলে কূটনৈতিক পাওয়ার কাজ করে না । এছাড়াও তিনি নেভি ও এয়ার ফোর্সের উন্নয়নের ওপর জোর দিতে বলেছেন ।
প্রফেসর ফরহাদ হোসেন বলেন, রোহিঙ্গা সমস্যা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি বড় সমস্যা এবং মিয়ানমার আর এ রোহিঙ্গাদের ফেরত নেবে না । এ সমস্যা জিইয়ে রাখতে ভারত সরকার পেছনে থেকে কলকাঠি নাড়ছে । বর্তমানে প্রায় ১২ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে এবং প্রতিদিন যেভাবে রোহিঙ্গা শিশুরা জন্মগ্রহণ করছে তাতে একসময় উপকূল অঞ্চল তাদের দখলে চলে যেতে পারে ।
অনুষ্ঠানে ম্যাকলারেন্স ক্লাবের কর্ণধার আব্দুল হামিদ বলেন, বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে আগে থেকেই এক ঐতিহাসিক সম্পর্ক রয়েছে । তিনি সেই সম্পর্কের উপর গুরুত্বারোপ করেছেন ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবু সাঈদ ব্রিগেডের জাতীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট কায়সার আহমেদ, সাবেক সচিব মোঃ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী,ব্যাংক কর্মকর্তা এসএম লুৎফর রহমান পলাশ, পাবলিক হেলথ এক্সপার্ট
ড. ফারজানা ইসলাম রুপা, মো: আজিজুল হক প্রমুখ ।