এটা শুধু মা হিসেবে নয়, গানটির প্রতি ভালো লাগা থেকেও করছি। নতুনদের শেখার আগ্রহ প্রবল এদিকে নতুন বছরের প্রত্যাশা নিয়ে ন্যান্সি বলেন, চমৎকারভাবে নতুন বছরটা শুরু করতে পেরেছি। আমি যেহেতু একজন শিল্পী, তাই চাইবো গানে গানেই পুরো বছরটা যেন কাটাতে পারি। ভালো কিছু গান যেন শ্রোতাদের উপহার দিতে পারি। সে লক্ষ্যে অবশ্য কাজও চলছে।
সূত্র: কালেরকন্ঠ