ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডারগার্ড বিজিবির সদস্যরা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ফকিরমোড়া বিওপির টহলদল তাদেরকে আটক করেন।
আটককৃত দুই বাংলাদেশি নাগরিকরা হলেন, ঢাকা নবাবগঞ্জ থানার মাশাইল এলাকার রায়পুর গ্রামের মৃত রুহুল আমিন এর ছেলে মোঃ কামরুল হাসান (৪৩) ও একই এলাকার মোল্লা কান্দা গ্রামের নোয়াব আলীর ছেলে আহাম্মদ (৩৫)।
আটকের বিষয়টি নিশ্চিত করে সরাইল ব্যাটালিয়ন (২৫) বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে সীমান্ত পিলার ২০২২/১০-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আব্দুল্লাহপুর নামক স্থান হতে ফকিরমোড়া বিওপির টহলদল বাংলাদেশি দুই যুবককে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আনুমানিক ২০/২৫ দিন পূর্বে বন্ধুর বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের পশ্চিমবঙ্গের বারাসাত নামক এলাকায় গমন করে এবং বৃহস্পতিবার ২৩ জানুয়ারি বাংলাদেশি মানব পাচারকারী/ দালাল সীমান্ত এলাকার আব্দুল্লাহপুর গ্রামের মোঃ ইব্রাহিম ও মোঃ আসিফ মিয়ার মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশে ফেরত আসার সময় ফকিরমোড়া বিওপির টহল দলের নিকট আটক হয়।