পুলিশ ফুটবল ক্লাবের খেলোয়াড়দের সাথে ডিএমপি কমিশনারের মতবিনিময়

হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি:

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের খেলোয়াড়দের সাথে মতবিনিময় করেছেন।
গতকাল শনিবার (৩০ নভেম্বর ২০২৪ খ্রি.) বিকাল ০৪:০০ ঘটিকায় উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ডিএমপি কমিশনার মতবিনিময় সভায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের খেলোয়াড়দের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তিনি খেলার মান আরো উন্নয়নে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাদেশ রেলওয়ে পুলিশের ডিআইজি (এইচআরএম অ্যান্ড ইন্টেলিজেন্স) ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মাদ রেজাউল হায়দার বিপিএম (বার), পিপিএম এর সঞ্চালনায় এ মতবিনিময় সভায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কোচ ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি পেশাদার ফুটবল দল। ক্লাবটি বাংলাদেশ পুলিশের নিজস্ব অর্থায়ন ও মালিকানায় পরিচালিত। ক্লাবটিতে পুলিশ খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি খেলোয়াড়রাও রয়েছে।

সর্বশেষ