হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি: রাজধানীর উত্তরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোঃ শাহাদত আলী, মোঃ আরিফুল ইসলাম আপন ও মোঃ এরশাদ মিয়া। তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক ও ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে। তিনি বলেন, বুধবার ১০ জুলাই দিবাগত রাতে তুরাগ থানার ১৫ নং সেক্টর এলাকায় কতিপয় লোক ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তুরাগ থানার একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদেরর হেফাজত থেকে একটি চাপাতি, একটি ধারালো চাকু, একটি সেলাই রেঞ্জ, একটি প্লাস ও একটি রশি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।