কাফরুল থানা পুলিশ কর্তৃক চোরাই সামগ্রীসহ গ্রেফতার-১

হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি:

রাজধানীর কাফরুল এলাকার একটি বাসায় চুরির ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাফরুল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ বাবু।
কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুকুল আলম ও ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
তিনি বলেন, গত শুক্রবার (৫ জুলাই ২০২৪ খ্রি.) বিকাল চারটা থেকে দিবাগত রাত সাড়ে বারোটার মধ্যে মহাখালী নিউ ডিওএইচএস এর একটি বাসা থেকে গ্রীল কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বেশকিছু জিনিসপত্র চুরি হয়। এ ঘটনায় বাসার মালিক তাবেউল গনির অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির কাফরুল থানায় একটি চুরি মামলা রুজু হয়। ডিএমপির কাফরুল থানা পুলিশ এ ঘটনায় অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ১টি ক্যামেরা, ১টি স্পীকার, ১টি এয়ারপড, ৪টি স্বর্ণের বালা, ৭টি স্বর্ণের আংটি, ৮টি স্বর্ণের কানের দুল, ১টি হাতুড়ী, ১টি স্লাইরেঞ্জ,১ টি প্লাস ১ টি টেস্টার ১৩টি সিটি গোল্ডের চুড়ি, ১টি সিটি গোল্ডের চেইন ও নগদ ৩ লক্ষ ৩৪ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতকে কাফরুল থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ