কুবির ‘ছায়া জাতিসংঘ সংস্থা’র নতুন সভাপতি মাহিন, সাধারণ সম্পাদক সাদিয়া

কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘ছায়া জাতিসংঘ সংস্থা’র ২০২৪-২৫ সেশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৭ জুলাই) ৪৭ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী হাছিন মাহতাব মাহিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগ ও সেশনের শিক্ষার্থী কাজী সাদিয়া মোহনাফ।

পূর্ণাঙ্গ কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি প্রকাশ পাল, সহ-সভাপতি ফাহমিদা তাসনিম তিন্নি, কোষাধ্যক্ষ সায়েদুল আলম তানভীর, সাংগঠনিক সম্পাদক সামিত আল হাসান। তাছাড়াও বিভিন্ন টিমের পরিচালক পদে আছেন ইমতিয়াজ আহমেদ চিন্ময়, আনিকা তাহসিন এলিন, আনিকা তাবাসসুম সাদিয়া, তাসমিয়া মাহমুদ, রোকেয়া সেলিম, সৈয়দা সাবরিনা আলম, মোঃ জাহিদ হোসেন, সুমাইয়া তাহসিন, মোঃ সাইদুল ইসলাম, ফাদিয়া মোশাররাত আদ্রিতা, সুস্মিতা রানী পাল।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি হাছিন মাহতাব মাহিন বলেন, ‘আমি বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন তার মাঝেই আমার সেরাটা দিতে হবে। বিগত বছরগুলোতে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থাকার পরে আমার একটা উক্তিই মনে পরে যে, যেখানে অন্যরা তারা কী সবচেয়ে ভালো পারে সেটা খুঁজে বেড়ায়, সেখানেই আসল নেতা খুঁজে বেড়ায় সে আসলে কী দিতে পারবে। আমি আশা করি, আগামী একবছর এই দক্ষ ও আগ্রহী টিমকে নিয়ে আমি সকল চ্যালেঞ্জকে মোকাবিলা করতে পারবো।’

উল্লেখ্য, ৪৭ সদস্য বিশিষ্ট নবগঠিত এই কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় জাতিসংঘ সংস্থা’র পঞ্চম পূর্ণাঙ্গ কমিটি। যা আগামী একবছর দায়িত্ব পালন করবে।

সর্বশেষ