নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আনোয়ার হোসেনকে বরণ

বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন,ভাইস চেয়ারম্যান মো: ওয়ালিউর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান বেগমকে নরসিংদী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকালে নরসিংদী সদর উপজেলা পরিষদ হল রোমে বরণ করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন,নরসিংদী সদর উপজেলা প্রকৌশলী আজহারুল হক,নরসিংদী সদর উপজেলা শিক্ষা অফিসার রুহুল ছগির, নরসিংদী সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোহাম্মদ শাহজালাল, নরসিংদী সদর উপজেলা সি:মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার ধর, নরসিংদী সদর উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার হাদিউর রহমান,উপজেলা সমাজসেবা অফিসার আশরাফুল ইসলাম, নরসিংদী সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বশির আহম্মদ,নরসিংদী সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এ কে এম সুলিম আহম্মেদ সজিব, নরসিংদী সদর উপজেলা পাট অফিসার আব্দুর রহিম সিদ্দিক, নরসিংদী সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: আওসাফুল ইসলাম প্রমুখ।
অপর দিকে দুপুরে প্রথম অফিসে যোগদান উপলক্ষে আওয়ামী লীগের কয়েক শতাধিক নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আনোয়ার হোসেনকে ফুল দিয়ে বরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: মনির হোসেন ভুইয়া, নরসিংদী জেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক রঞ্জন কুমার সাহা, শিলমান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন আহমেদ,শহর যুবলীগ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: সোহেল ভুইয়া,জেলা যুবলীগ নেতা মো: জাকারিয়া, জেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ। মো: আনোয়ার হোসেন বলেন,জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নরসিংদী সদর আসনের ৪ বারের এমপি সাবেক মন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম হিরুর নেতৃত্বে আমাদের সকল নেতাকর্মী সাথে নিয়ে নতুন উদ্যামে নরসিংদীতে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে নরসিংদীকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। সকল দ্ধিধাদন্ধ ভুলে গিয়ে আমরা সবাই ঐক্যবন্ধ উন্নয়ন মুলক সামাজিক সকল কাজ করতে হবে। তিনি আরো বলেন,মাননীয় সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক) এর সুস্থাস্থ্য ও র্দীঘ আয়ু কামনা করা হয়। পাশাপাশি নবনির্বাচিত সদর উপজেলা পরিষদ এর পরিষদের সকলের সফলতা কামনা করেন। এ উপজেলা পরিষদ নির্বাচনে যারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন তাদের সকল চাওয়াপাওয়া দাবি-দাওয়া সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি সকলের সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ