বাংলা সিনেমার মান উন্নয়নে কাস্টিং ক্যাট এর ভূমিকা-

বর্তমান সময়ে বাংলাদেশে সিনেমার বাজার খুব ভালো না হলেও দেশে সুন্দর ও ভালো ভালো নির্মান হচ্ছে যা ব্যবসা সফল হচ্ছে এবং মানুষকে বাংলা সিনেমা বা ওয়েব সিরিজের প্রতি মানুষের আকর্ষনও করছে। বর্তমান সময়ে নির্মিত মানসম্মত চলচিত্রগুলো দেশ ও দেশের বাইরে প্রচুর প্রশংসিত হচ্ছে। বাংলাদেশের মানুষ বরাবই সিনেমা প্রেমি, প্রিয়জনদের সাথে সিনেমা দেখা সিনেমা নিয়ে কথা বলতে এদেশের মানুষ সবসময়ই ভালোবাসতো এবং সেই ভালোবাসে, কিন্তু গত কয়েক বছরে দেশে এমন ভালো কোনো গল্পের সিনেমা দেশে নির্মিত হয়নি যা নিয়ে দেশের মানুষ কথা বলবে, যা তৈরি হয়েছে তা হলো টাকা দিয়ে অখাদ্য বানিয়ে বড় পর্দার সম্মান নষ্ট করা। তবে সময় পাল্টাচ্ছে দেশে তৈরি হচ্ছে মানসম্মত সিনেমা ও ওয়েবসিরিজ। বাংলাদেশের নির্মিত ওয়েবসিরিজ বর্তামানে দেশসহ দেশের বাইরেও ব্যাপক সাড়া ফেলছে। সিনেমা তৈরির ধারা, অভিনয় শিল্পি নির্ধারনে এখনকার ডিরেক্টরগণ ব্যাপক সচেতন। পৃথিবীর অন্যান্য দেশে ভালো অভিনেতা ও অভিনেত্রি বাছাই করতে বিভিন্ন কাস্টিং এজেন্সি তাদের লিস্টে থাকা দক্ষ অভিনয় শিল্পি দিয়ে ডিরেক্টরদের কাজ অনেক সহজ করে দেয় এবং কাস্টিং এর সময়টাও ডিরেক্টারগণ নির্মানে ব্যায় করতে পারেন। দেশের বাহিরে এরকম প্রতিষ্ঠান অনেক দেখা গেলেও বাংলাদেশে এর পরিমান খুবি কম। এর জন্য যেমন ডিরেক্টরদের যেমন কাস্টিং এর পিছনে অনেক সময় ব্যায় করতে হয় অন্যদিকে ভালো অভিনয় জানা থাকার পরেও অনেকে সিনেমা পাড়ায় ওভাবে পরিচিত না থাকার কারনে কাজ পায় না। তবে দেশে এখন দেশে তৈরি হচ্ছে কিছু কিছু কাস্টিং এজেন্সি, যারা ভালো ও অভিনয় জানা অভিনেতাদের সংগ্রহ করে উপস্থাপণ করছে ডিরেক্টরদের সামনে। বর্তমান সময়ে মিডিয়া পাড়ায় বেশ কিছু এজেন্সি এই কাজ করলেও Casting Cat এজেন্সি তাদের কাজের প্রফেশনালিজম ও নতুনত্ত্বের জন্য গুণি গুণি নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে এবং সততার সাথে নির্মাতাদের ভালো মানের অভিনেতা দিয়ে তাদের নির্মানে ও বাংলা সিনেমার মান উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখছে। শিশুশিল্পী থেকে বৃদ্ধ বাবার চরিত্রের জন্য কল করছে কাস্টিং ক্যাট কে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে নির্মাতাদের এখন কাস্টিং ক্যাট নিয়ে কথা বলতেও দেখা যাচ্ছে। এই এজেন্সি একদম বিনা মূল্যে প্রত্যেক মাসে কয়েকটা অডিশন নিয়ে থাকে নিজ খরচে, এভাবেই তারা অভিনেতা সংগ্রহের কাজটা করে থাকে সেই সাথে বাচ্চা ও বড়দের জন্য আলাদাভাবে অভিনয় শেখায় যেখান থেকে প্রতিটি কর্মাশালা শেষে তৈরি হয় বেশ কিছু দক্ষ অভিনয় শিল্পী। এজেন্সি পরিচালনা করছেন মোঃ হাসান মামুন ও রানওয়ে ও সাঁতাও খ্যাত গুণী অভিনেতা ফজলুল হক বাবু। এক যুগেরো বেশী সময় ধরে যুক্ত আছেন মঞ্চ নাটকের সাথে। অভিনয় শিক্ষার ক্লাসগুলো তিনিই পরিচালনা করে থাকেন। সেই সাথে কাস্টিং ক্যাট টিমের বাকি সদস্য- সামিয়া খুশি (এসিস্ট্যান্ট ট্রেইনার), রাকিব (এসিস্ট্যান্ট ট্রেইনার ও অভিনেতা), শিখর (স্ক্রিপ্ট রাইটার), নিরাশা মোহনা( ট্রেইনার), তাসকিন খাঁন( স্ক্রিপ্ট রাইটার ও ক্যামেরা পারসন), দোহা( অভিনেতা ও সদস্য)। হাসান মামুন নিজে একজন প্রফেশনাল এডিটর ও এ্যানিমিস্ট সেই সাথে দক্ষ ক্যামেরা পারসন। এজেন্সির সকল ইভেন্ট প্লান ও অফিসিয়াল সকল কাজ তিনি একাই দেখে থাকেন। হাসান মামুন ও ফজলুল হকের নিজ প্রচেষ্টায় কিছু সপ্নবাদী তরুণ তরুণীদের নিয়ে তাদের এ যাত্রা অনেক দিনের। প্রায় দুবছর ধরে বাংলা মিডিয়াকে সবার চোখের আড়াল থেকে অভিনয় শিল্পী দিয়ে দেশের সিনেমার মান উন্নয়নে তারা রেখেছে একটা গুরুত্বপূর্ণ অবদান এবং এই গুরুত্বপূর্ণ কাজটি তারা করে যাচ্ছে দেশের জন্য ও দেশের সিনেমার মান উন্নয়নের জন্য।

সর্বশেষ