এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে গতকাল ৫ জুন বুধবার ৬ষ্ঠ উপজেলা নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়।উক্ত নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আবুল মনসুর কাপ পিরিচ প্রতীক নিয়ে ৪৮২০০ ভোটে বিজয় লাভ করে।তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর আলম সেন্টু ঘোড়া প্রতীক নিয়ে ৩২৪২৫ ভোট পেয়ে পরাজিত হয়। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোশাররফ হোসেন মাইক প্রতীক নিয়ে ৪১৮৯০ ভোট পেয়ে জয় লাভ করে, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিয়াউর রহমান অরুন ৩৭৭০২ ভোট পেয়ে পরাজিত হয়।মহিলা ভাইস চেয়ারম্যান পদে সানজিদা ইয়াসমিন ফুটবল প্রতীক নিয়ে ৫৬৮১২ ভোট পেয়ে বিজয় লাভ করে,তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোয়ারা বেগম ২০৫৫৫৫ ভোট পেয়ে পরাজিত হয়
উল্লেখ্য যে, ভৈরব উপজেলায় মোট কেন্দ্রের সংখ্যা ৯২ টি ও মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৬ শত ৪৩। এর মধ্যে ৯১ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। ১টি কেন্দ্রের ফলাফল দ্বন্দ্ব জনিত কারনে কেন্দ্রটির ভোট গ্রহণ কার্যক্রম স্থগিতাদেশ করেন উপজেলা সহকারী রিটার্নিংকর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এর আয়োজনে উপজেলা পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু হল রুমে বেসরকারি ভাবে রাতে উক্ত ফলাফল ঘোষণা করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট রেদুয়ান আহমেদ রাফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রলয় কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর, ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাজু মিয়া, ভৈরব থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম হোসেন সৈকত প্রমুখ। এছাড়াও ভৈরব র্যাব -১৪ এর কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।