কুবি প্রতিনিধি: ব্যাটালিয়ন শ্রেষ্ঠ বিএনসিসিও ইনসেন্টিভ এওয়ার্ড পেয়েছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট বিএনসিসিও অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম ।
সোমবার (৩ জুন) বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্সের উপস্থিতিতে
ইনসেন্টিভ এওয়ার্ডের সার্টিফিকেট ও স্কলারশিপ উনার হাতে তুলে দেওয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট এডজুটেন্ট মেজর মোঃ শাহরিয়ার কবির সহ অন্যান্য বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডারবৃৃন্দ ও ইনসেন্টিভ এওয়ার্ড প্রাপ্ত ক্যাডেটগণ । এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত বিএনসিসিও, পিইউও, টিইউও, সামরিক-বেসামরিক প্রশিক্ষক ও ক্যাডেটরা উপস্থিত ছিলেন। বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের ৫টি ব্যাটালিয়ন থেকে ৫ জন শ্রেষ্ঠ বিএনসিসিও, ৫ জন শ্রেষ্ঠ পিইউও-টিইউও এবং ২৫ জন ক্যাডেটকে এই এওয়ার্ড প্রদান করা হয়।
এই বিষয়ে বিএনসিসিও অধ্যাপক ড. শামিমুল বলেন, ‘এইটা একটি প্রাপ্তি। আমি প্রাপ্তির আশা করে কাজ করি না তবুও এমন প্রাপ্তি সামনের কাজের অগ্রগতি বাড়াবে বলে মনে করি। পাশাপাশি আমার এই অর্জনের কৃতিত্ব আমি মনে করি আমার প্লাটুনের সকল ক্যাডেটদের। তাই আমার এই অর্জন আমি প্লাটুনের ক্যাডেটদের উৎসর্গ করছি।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার মোঃ সামিন বখশ সাদী বলেন, ‘আমাদের শ্রদ্ধেয় প্লাটুন কমান্ডার স্যারের এই সাফল্যে প্লাটুনের সকল রানিং ক্যাডেট ও এক্স-ক্যাডেটগণ অত্যন্ত খুশি ও গর্বিত। বিএনসিসিও শামিম স্যার আমাদেরকে ওনার নিজ সন্তানের মতো দেখাশোনা ও স্নেহ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিএনসিসির সাথে সম্পৃক্ত রয়েছেন, ইনশাআল্লাহ তিনি ভবিষ্যতে আরো এগিয়ে যাবেন সেই আশা রাখি।’
উল্লেখ্য, বিএনসিসিও মোঃ শামিমুল ইসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ২০০৭ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৯ সালের ২৯ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সংগঠন হিসেবে বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন আত্মপ্রকাশ করলে তিনি প্লাটুন কমান্ডার হিসেবে প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) পদে নিয়োগ পান। এরপর ২০১১ সালে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে কমিশন ট্রেনিং সম্পন্ন করার পর ২০১৬ সালের ১ সেপ্টেম্বর সেকেন্ড লেফটেন্যান্ট পদে পদোন্নতি লাভ করেন।
এছাড়াও তিনি ২০০১ইং হতে ২০০৪ইং পর্যন্ত ইসলামি বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন এর ক্যাডেট ছিলেন।