কুবি শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি গড়ালো ১৫ তম দিনে

কুবি শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি গড়ালো ১৫ তম দিনে

কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে ১৫ তম দিনের মত অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি। রবিবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচির ব্যাপারে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। যতদিন উপাচার্য থাকবে ততদিন বিশ্ববিদ্যালয় পিছিয়ে থাকবে। আমরা শিক্ষার্থীদের সাথে একমত। আমরাও ক্লাসে ফিরতে চাই কিন্তু এর আগে উপাচার্যকে পদত্যাগ করতে হবে।

তিনি আরো বলেন, ‘উপাচার্য সমস্যা সমাধানে আন্তরিক নন। গত ২৮ এপ্রিলের ঘটনা নিয়ে তদন্ত করার জন্য যে কমিটি করা হয়েছিল, সেই কমিটির একজন মেম্বারের ব্যাপারে আপত্তি জানানোর পরও এতদিনেও ওনাকে পরিবর্তন করেননি। আসলে তিনি সমস্যার সমাধান চান না।’

উল্লেখ্য, উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে গত সোমবার (৬ মে) থেকে অবস্থান কর্মসূচি পালন করছে কুবি শিক্ষক সমিতি।

সর্বশেষ