আকাশ দাশ সৈকত : ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছেন সাকিব। আছেন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাও আসন্ন বিশ্বকাপ দলেও। আর সেইখানে বসে এবার ভক্তদের সুঃসংবাদ দিলেন সাকিব । প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে যুক্তরাষ্ট্রের মেজর লিগে নাম লিখিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার । লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন তিনি। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
গত ওয়ানডে বিশ্বকাপের পর চোটের কারণে অনেকদিন মাঠের বাইরে ছিলেন সাকিব। এরপর জাতীয় নির্বাচনের কারণে নাম লিখেনি আইপিএল নিলামে তাছাড়া পাকিস্তান সুপার লিগে থেকেও নিজের নাম সরিয়ে নিয়েছিলেন তিনি। জনপ্রিয় বৈশ্বিক দুই আসর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার অনেকে ভেবেছিলো হয়তো আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরছেন না সাকিব। তবে বিরতি শেষে আবারো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নাম লিখিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডারের ।
এবারই প্রথম মেজর লিগে খেলতে দেখা যাবে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে। এর আগে ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজির হয়েই আইপিএলের দুইবারের শিরোপা জিতেছেন সাকিব। দলটির সাফল্যের অন্যতম বড় অংশও ছিলেন তিনি।
এবার একই ফ্র্যাঞ্চাইজির ভিন্ন দলের হয়ে খেলতে দেখা যাবে সাকিবকে। দীর্ঘদিনের বিরতি কাটিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে আবারও মাঠে ফিরেছেন সাকিব। পারফর্ম করেছেন ব্যাটে-বলে। খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)।