রহিমানগরে মাদক বিরোধী শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

রাজীব চন্দ্র শীল:
রহিমানগর বাজার কর্তৃক আয়োজিত মাদক বিরোধী শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রহিমানগর বাজারের পনশাহী রোড সংলগ্ন মাঠে আজ ৩০ই অক্টোবর বুধবার বিকাল ৩ঘটিকায় টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা শুরু হয়। উপজেলা যুবদলের সহসভাপতি শওকত মিয়াজীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রহিমানগর বাজার কমিটির আহ্বায়ক মো: জাহাঙ্গীর আলম ফারুকী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজার কমিটির সদস্য সচিব মো: কবির আহম্মেদ, ১১নং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: সুমন মুন্সি সভাপতিত্ব করেন ১১নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত ভূইয়া।

টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে নগদ ১৫হাজার টাকা এবং রানাস্ আপের জন্য রয়েছে নগদ ১০হাজার টাকা। ২০টি দল এই টুর্ণামেন্টে অংশগ্রহণ করেছে।প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ পুরষ্কার প্রদান করবে রাই কিশোরী মাল্টিমিডিয়া সেন্টার ।প্রথম ম্যাচে পনশাহী একাদশ ব্যাটিং এবং রহিমানগর ক্রিয়া সংঘ বলিং পান। সুশান্ত পাল, আরিফ, আরাফাত, সাজ্জাদ ও রায়হান টুর্ণামেন্টটি পরিচালনা করছেন।প্রতিবেদন লেখা পর্যন্ত খেলা চলছে এবং ফাইনাল খেলা শেষ হবে গভীর রাতে।

সর্বশেষ