ভৈরবে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে ৫৫ কেজি গাঁজা,২৮১ বোতল ফেনসিডিল ও নগদ ১,৭৮,৭২০ টাকা স্কাপ সিরাপ ৩০৭ বোতল,বিদেশি মদ ২২ বোতল, দেশীয় অস্ত্রসহ ৭ মামলার আসামি সাইফুল ইসলাম (৩৩) ও জুনাইদ নামে দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে যৌথ বাহিনী। গতকাল দিবাগত রাত আনুমানিক রাত ১১ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে মাদক সম্রাট ঘোড়া কান্দা এলাকার ৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি সাত্তার মিয়ার ছেলে ৭ মালার আসামী সাইফুল ইসলাম (৩৩) একই এলাকার মাদক সম্রাট জুনাইদ কে আটক থানায় নিয়ে আসে যৌথ বাহিনী। বিষয়টি নিশ্চিত করেন ভৈরব র‍্যাব-১৪ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো: শহিদ। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

তাছাড়া যৌথ বাহিনীর সেনা ক্যাম্পের মেজর সানজিদ আজ ২ অক্টোবর বুধবার দুপুরে ভৈরব থানার মাঠে অভিযানের বিষয়গুলো সাংবাদিকদের ব্যক্ত করেন। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ