ব্রাহ্মণবাড়িয়ায় তিনশত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইকবাল হোসেন(২৪) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাত টার দিকে উপজেলার ১০নং পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা বাজার টু তোফায়েল নগর পাকা রাস্তার উপর খাটিংগা মোড়ে তাকে আটক করা হয়। গ্রেফতার হওয়া ওই যুবক বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মধুপুর গ্রামের আব্দু রোপ মিয়ার ছেলা।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে খাটিংগা এলাকায় অভিযান চালায়। এসময় মোঃ ইকবাল হোসেন এর শরীরে তল্লাসী করে তিন শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এবং ইকবাল এর বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা দায়ের পুর্বক বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজ্ঞ আদালতে সপর্দ করা হয়।

সর্বশেষ