বশেফমুবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘সিরাত মাহফিল’

 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) প্রথমবারের মতো ‘সিরাত মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ মাহফিল শুরু হয়।

মাহফিলে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম।

আলোচক হিসেবে জামালপুর জামিয়া দারুল উলুম বেলটিয়া বড় মসজিদের খতিব মুফতি আব্দুল্লাহ (দাঃবাঃ) এবং জামিয়া হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি আমানুল্লাহ কাসেমী (দাঃবাঃ) অংশগ্রহণ করেন। এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মাহফিলের সভাপতিত্ব করেন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. রাশিদুল ইসলাম।

মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী হাফেজ মামুনুর রশীদ। শেষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর ওপর একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ