ইবির নতুন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহীনুজ্জামান। বুধবার (২ অক্টোবর) রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আগামী ১ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেয়। দায়িত্ব পালনকালে তিনি নিয়মানুযায়ী অন্যান সুযোগ সুবিধা পাবেন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ পদত্যাগ করায় তার তদস্থলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহীনুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে।

সর্বশেষ