কুবি লেখক ফোরামের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা সভাপতি রাজীব, সম্পাদক মাসুম

কুবি প্রতিনিধি : বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার ২০২৪-২৫ বর্ষের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি মোহাম্মদ রাজীব এবং সাধারণ সম্পাদক আল মাসুম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাজীব এবং সাধারণ সম্পাদক হিসেবে ফার্মাসি বিভাগের শিক্ষার্থী আল মাসুম হেসেন মনোনীত হয়েছেন।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী  মোঃ সাইদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলা বিভাগের শিক্ষার্থী নাদিয়া আফরোজ, সাংগঠনিক সম্পাদক পদে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী  ইসরাত জাহান সুমাইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ফার্মাসি বিভাগের রাবেয়া আক্তার,অর্থ সম্পাদক পদে বাংলা বিভাগের শিক্ষার্থী মোঃ রিমেল, দপ্তর সম্পাদক পদে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী  ইয়াছিন আরাফাত, উপ-দপ্তর সম্পাদক পদে বাংলা বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে আইন বিভাগের শিক্ষার্থী আবু মোঃ ফজলে রোহান, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোঃ জাহিদ হোসাইন, প্রচার সম্পাদক পদে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক ইমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোঃ তাহমিদ মনোনীত হয়েছেন। এছাড়াও সম্পাদকীয় পর্ষদ পদে নৃবিজ্ঞান বিভাগের আছমা আক্তার ও বাংলা বিভাগের শিক্ষার্থী মোঃ রাকিবুল ইসলাম এবং সাইমা আক্তার ও জান্নাতুল ফেরদৌস নাজিফা কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত হয়েছেন।

এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

সর্বশেষ