বিশ্ব নবী (সাঃ) আপমানে বশেফমুবিপ্রতে বিক্ষোভ সমাবেশ; ফুঁসে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ব নবী (সাঃ) আপমানে বশেফমুবিপ্রতে বিক্ষোভ সমাবেশ; ফুঁসে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা।

কাজী মো.ইসমাঈল হোসেন,বশেফমুবিপ্রবি প্রতিনিধি ; ভারত বিজেপির অনুগ্রহপ্রাপ্ত ধর্মগুরু-রামগিরি মহারাজ বিশ্বনবী (সাঃ) কে কটুক্তি করায় বিক্ষোভ সমাবেশ।

রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১ টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) ক্যাম্পাসের মূল ফটকের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের উপস্থিততে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত,ভারত বিজেপির অনুগ্রহপ্রাপ্ত ধর্মগুরু, রামগিরি মহারাজ বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করে।সেই কটূক্তি কে আরো এক ধাপ উপরে নিয়ে বিজেপির নেতা এম এল এ নিতেশ রানে এক জনসভায় মুসলিম সম্প্রদায়ের বিরূদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন যে, রামগিরি মহারাজ কে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে মসজীদে মসজীদে ঢুকে মুসলমানদের ধরে ধরে পিটানো হবে।

তাদের এই বক্তব্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান মুখরিত হয় বশেফমুবিপ্রবি ক্যাম্পাস ।”বিশ্ব নবীর অপমান সইবেনারে মুসলমান” সহ নানামুখী স্লোগান দিতে পারে সাধারণ শিক্ষার্থীরা।

এসময় সহকারী প্রক্টর ড. আব্দুস সাত্তার বলেন, বিশ্বের মহামানব হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে যে কটুক্তি করছে আমরা তার তীব্র নিন্দা জানাই।যদি ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখায় আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো।

এছাড়াও ইলেক্টিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক বিভাগের চেয়ারম্যান ড. মো. রাশেদুল ইসলাম বলেন,আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। তাকে নিয়ে কটুক্তি কখনো মেনে নিবো না।

গণিত ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবু সায়েম বলেন,ভারত যখন শরীরে আঘাত কিংবা বুদ্ধিবৃত্তিক ভাবে বেড়ে উঠতে পারে না তখন হৃদয়ে আঘাত করে।

এসময় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ছাড়াও আরও উপস্থিত ছিলেন, ফিসারিজ বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ সাদীকুর রহমান, ইলেক্টিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক বিভাগের চেয়ারম্যান ড.মো. রাশেদুল ইসলাম ও ব্যবস্থাপনা বিভাগ চেয়ারম্যান মো. এনামুল হক প্রমুখ।

সর্বশেষ