রায়পুরা প্রেসক্লাবের উদ্যোগে কুমিল্লায় বন্যাদুর্গতদের জন্য দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প

রায়পুরা প্রেসক্লাবের উদ্যোগে কুমিল্লায় বন্যাদুর্গতদের জন্য দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প

হাবিব আহম্মেদ মোল্লা রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের উদ্যোগে কুমিল্লায় বন্যা দুর্গতদের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুবীল ইউনিয়নের রাঘবপুরে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। সেই সাথে চিকিৎসকের দ্বারা ব্যবস্থাপত্রের মাধ্যমে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

দিনব্যাপী চলা চিকিৎসা সেবায় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিক্যাল অফিসার ডা. পরিতোষ বিশ্বাস ও কমিনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার জিয়াউর রহমান আগত কয়েক শতাধিক রোগীদের চিকিৎসা দেন।

এসময় উপস্থিত ছিলেন, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বশির আহমেদ মোল্লা, সহ সভাপতি এসএম শরীফ, কোষাধ্যক্ষ সালেক আহমেদ পলাশ, সদস্য হারুনূর রশিদ, সাংবাদিক এম আজিজুল ইসলাম, কুমিল্লার দেবীদ্বার উপজেলার সাংবাদিক ফারুক হোসেন, কবির হোসেন, ড. জিএম মাকসুদ, স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন ডা. আল-আমিন, ফরিদ মিয়া, দেলোয়ার হোসেন সহ আরও অনেকে।

রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিন বলেন, রায়পুরা প্রেসক্লাবের ইতিহাসে এবারই প্রথম এভাবে বন্যার্তদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আগামী দিনেও যেকোনো প্রাকৃতিক দুর্যোগে প্রেসক্লাব সহায়তা করবে।তিনি আরো বলেন সমাজের বিত্তশালী ব্যাক্তিবর্গ এগিয়ে আসলে রায়পুরা প্রেসক্লাব রায়পুরা সহ সমগ্র দেশব্যাপী মানবতার সেবায় অংশ নিবে।রায়পুরা প্রেসক্লাব কতৃক পরিচালিত মেডিকেল টীমে যে সকল মহানুভব লোকজন সহযোগিতা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সর্বশেষ