গীতিকার বাউল কবি শ্রাবণ কাজীর নতুন গান নিয়ে ব্যাপক আলোচনা; দর্শকদের মন জয় করবে বলে সংগীত বোদ্ধাদের আশা

গীতিকার বাউল কবি শ্রাবণ কাজীর নতুন গান নিয়ে ব্যাপক আলোচনা; গানগুলো দর্শক শ্রোতাদের মন জয় করবে বলে সংগীত বোদ্ধাদের আশা

গীতিকার বাউল কবি শ্রাবণ কাজী শাহ। সময়ের পথে নির্মোহ- নিবেদিত সাংস্কৃতিক কর্মী-সংগঠক। বাংলাদেশ টেলিভিশন এর তালিকাভুক্ত এই গীতিকার নরসিংদী জেলা গীতিকবি পরিষদের নেতৃত্ব দিচ্ছেন দক্ষতা ও সফলতার সঙ্গে। তার লেখা গানগুলো মরমি সাধনা ও আধ্যাত্ববাধের অমীয় সৃষ্টি হিসেবে নন্দিত হয়েছে দুই বাংলায়। শ্রাবণ কাজী শাহের লেখা গান গেয় ঝড় তুলেছেন দুই বাংলার জনপ্রিয় কন্ঠশিল্পীরা। পেশাগত প্রয়োজনে দেশের বাইরে থাকলেও শত ব্যস্ততা কে পাশকাটিয়ে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন গানের মানুষ বাউল কবি শ্রাবণ কাজী শাহ।
এবারের ৮ টি গান মুক্তি পাচ্ছে বাউল কবি শ্রাবণ কাজী শাহ রচিত-“তোমার প্রেমের কাঙ্গাল, মন ভাংঙ্গা জীবন, প্রেম দাবানল, পিরিতের জ্বালা, কার বাসরে রইলি,
তুই বড় বেঈমান, মাইনসে কি কইবো, রঙিলা মাইয়াসহ বেশকিছু গান।
উল্লেখ্য, গীতিকার বাউল কবি শ্রাবণ কাজী শাহ্ নরসিংদীর মনোহরদী উপজেলার কৃতি সন্তান । বাংলা লোক সংগীতকে সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি দেশের বাইরে থেকেও বাংলা গান নিয়ে একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছেন। ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে বাউল কবি শ্রাবণ কাজী শাহ লিখলেই পাওয়া যাচ্ছে তার লেখা জনপ্রিয় গানগুলো।

তার এই শিল্পিত বোধ ও জীবনধারা দেশ তথা দেশের বাইরে নরসিংদীকে এনে দিচ্ছে সম্মানজনক পরিচয়।

সর্বশেষ