মোরেলগঞ্জে রাজাউল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

এস এম সাইফুল ইসলাম কবির:

বাগেরহাটের মোরেলগঞ্জে হাজ্বী রাজাউল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুর রাজ্জাক হাওলাদারের বিরুদ্ধে বিদ্যালয়ে ৫টি পদের ২ পদেই ছেলে ও ভাই কে অর্থের বিনিময়ে গোপন নিয়োগের পায়তারার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ম্যানেজিং কমিটির ৩ জন অভিভাবক সদস্য ও একাধিক আবেদনকারি প্রার্থীরা পৃথক পৃথক বাগেরহাট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। আবেদনকারি ও স্থানীয়দের দাবি নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়ার।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের হাজ্বী রাজাউল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, অফিস সহকারী কাম-হিসাব সহকারী, পরিচ্ছন্œতাকর্মী, আয়া ও অফিস সহায়ক শূন্য/সৃষ্ট ৫ টি পদে গত ২৫ আগষ্ট-২০২৩ ম্যানেজিং কমিটির একাধিক অভিভাবক সদস্যদের কোন কিছু না জানিয়ে গোপন রেখে এলাকায় না আসা বহুল প্রচারিত পত্রিকা ব্যতিরেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। যে কারনে এলাকার অনেক প্রার্থী আবেদন করতে পারেনি। যারা আবেদন করেছে তাদের মধ্যে অনেক প্রার্থীরা আশকাং প্রকাশ করেছেন একাধিক পদে সভাপতির নিজ ছেলে অফিস সহকারী কাম-হিসাব সহকারী পদে রেজাউল ইসলামকে, ছোট ভাই অফিস সহায়ক পদে মো. সাইফুল ইসলাম ও অন্যান্যে পদে অর্থের বিনিময়ে আত্মীয় স্বজনকে নিয়োগ দেওয়া হবে বলে এলাকায় কথা উঠেছে।

বিদ্যালয়েরর ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, অভিযোগকারি তাপস কুমার হালদার, আব্দুর রশিদ হাওলাদার, রিনা বেগম বলেন, ম্যানেজিং কমিটির মিটিংয়ে নিয়োগ সংক্রান্ত সভার বিষয়ে সভাপতি কোন কিছুই তারা অবহিত নন। সভাপতি আব্দুর রাজ্জাক হাওলাদারের কাছের ২/১ জনের লোক গোপনীয়ভাবে নিয়োগ দেওয়ার পায়তারা করছেন। বহুল প্রচারিত পত্রিকায় নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে মেধা ভিত্তিক স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পূন্ন করার দাবি জানাই উর্দ্ধতন প্রশাসনের প্রতি।

বিদ্যালয়ের সভাপতি আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়, নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একাধিক পদে আবেদন পড়েছে অনেক। ছেলে ও ভাই প্রার্থী থাকায় তিনি নিয়োগ বোর্ডে সভাপতি হিসেবে থাকবেন না। (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র সেন বলেন, ৫টি পদে ২৮টি আবেদন পড়েছে। আবেদনের যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। আবেদনকারিদের ২১ নভেম্বর পরীক্ষার দিন ধার্য করা হয়েছে।

অভিযোগকারি ও সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, একজন জনপ্রতিনিধি ও এলাকার সচেতন নাগরিক হিসেবে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নির্বাহী কর্মকর্তার দপ্তরে অভিযোগ দায়ের করেছি। শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগের দাবি জানাচ্ছি। নিয়োগ বোর্ডটি অন্য জায়গায় বসে হওয়ার ষড়যন্ত্র চলছে।
এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান বলেন, রাজাউল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত অভিযোগটি তদন্তের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পর এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হবে।
বাগেরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুর রহমান বলেন, বিদ্যায়ের অভিযোগটি তদন্ত সম্পূন্ন করা হয়েছে। দুই একদিনের মধ্যে প্রতিবেদন পাঠানো হবে। নিয়োগ বিধি মোতাবেক হবে।

সর্বশেষ