দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভৈরবে ইসলামি ফণ্টের মত বিনিময় সভা

এম আর ওয়াসিম ভৈরব( কিশোরগঞ্জ) প্রতিনিধি:

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভৈরবে বাংলাদেশ ইসলামি ফণ্টের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামি ফন্ট ভৈরব শাখার আয়োজনে আজ শনিবার দুপুরে শহরের কমলপুরে অবস্থিত বধুয়া কমিউনিটি সেন্টারে পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামদের সাথে মত বিনময় সভায় বক্তব্য রাখেন ভৈরব – কুলিয়ারচর ( কিশোরগঞ্জ -৬) আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী হাজি মোঃ রুবেল হোসেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ইসলামি ফ্রণ্ট থেকে তিনি মনোনয়ন পাবেন। মনোনয়ন পেয়ে জনগণের ভোটে নির্বাচিত হলে ভৈরব- কুলিয়ারচরের মানুষের আশা আকাঙ্খা পূরণে কাজ করবেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ফ্রণ্ট ভৈরব শাখার সভাপতি শাহ মোহাম্মদ খন্দকার দ্বীন ইসলাম, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শায়েখ আতাউর রহমান মোজাহেদী,মাওলানা বিল্লাল হােসাইন মোজাহেদ প্রমূখ

সর্বশেষ