PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
পথ যাত্রীদের এসকর্টের মাধ্যমে নিরাপত্তা দিচ্ছে র‌্যাব ৯

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

দেশের চলমান হরতাল অবরোধে নাশকতা ও সহিংসতা থেকে জনগনকে এবং তেলবাহী লরি, যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহন গুলোকে এসকর্টের মাধ্যমে নিরাপত্তা দিচ্ছে র‌্যাব এর সদস্যরা।

সকাল থেকে বিভিন্ন স্থানে বাংলাদেশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সদস্যরা এসব পরিবহন গুলোকে নিরাপত্তা দিয়ে গন্তব্যে পৌছে দিতে দেখা গেছে।

সোমবার (২০ নভেম্বর) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেলের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতর মাধ্যমে জানাযায়, দেশে চলমান হরতাল-অবরোধে জন-সাধারণের চলাচলে কেউ যেন বিঘ্নতা সৃষ্টি করতে না পারে, এবং নির্বিঘ্ননে সব ধরনের যানবাহন চলাচল নিশ্চিত করতে পণ্যবাহী, যাত্রীবাহী গাড়ি ও তেলবাহী লরি কনভয়কে নিরাপদে বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে অত্র ব্যাটালিয়নের দায়িত্বে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ জেলা গুলোতে নিয়মিত ভাবে এসকর্ট প্রদানের মাধ্যমে সার্বিক নিরাপত্তা দিচ্ছে র‌্যাব-৯ এর সদস্যরা।

এবং হবিগঞ্জের রশিদপুর গ্যাসফিল্ড থেকে ছেড়ে যাওয়া রংপুরগামী বিভিন্ন তেলবাহী লরি কনভয়কে নিয়মিত র‌্যাবের এসকর্ট দেওয়া হচ্ছে।

নাশকতা ও সহিংসতার মাধ্যমে কেউ যেন জনমনে ভীতির সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে র‌্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে র‌্যাব-৯ এর বিশেষ টহল এবং চেকপোস্ট কার্যক্রমের পাশাপাশি র‌্যাব সদস্যরা সাদা পোষাকে সতর্কতার সাথে গোয়েন্দা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ