PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
উপাচার্যের মৃত্যুতে জবি প্রেসক্লাবের শোক

লিয়ন সরকার, জবি প্রতিনিধি,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (জবি প্রেসক্লাব)।

শনিবার (১১ নভেম্বর) জবি প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফ ও সাধারণ সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপ এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক ইমদাদুল হক দেশের একজন প্রসিদ্ধ উদ্ভিদবিজ্ঞানী, দক্ষ প্রশাসক এবং সজ্জন ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একজন অভিভাবককে হারালো। তাঁর মৃত্যু দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিন ভোর ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপাচার্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে গত সেপ্টেম্বরের শুরুর দিকে অধ্যাপক ইমদাদুল হকের ক্যান্সার ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য তিনি গত ১২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান। সেখানে তার রেডিও থেরাপি সম্পন্ন হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি গত ১২ অক্টোবর দেশে ফিরে আসেন। এরপর থেকে তিনি দেশেই একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

অধ্যাপক ইমদাদুল হক দেশের একজন প্রসিদ্ধ উদ্ভিদবিজ্ঞানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য। তিনি ২০২১ সালের ১ জুন চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পদে নিয়োগ পান।

সর্বশেষ