চবিতে টাংগাইল স্টুডেন্ট’স এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চবিতে টাংগাইল স্টুডেন্ট’স এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মুশফিকুর রহমান ইমন, চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত টাংগাইল জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘টাংগাইল স্টুডেন্ট’স এসোসিয়েশনে’র ২০২৩-২৪ বর্ষের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত ২০ জুন,২০২৩ সংগঠনের সদ্য সাবেক সভাপতি রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে মোঃ নাজমুল তালুকদারকে সভাপতি, হানজালা বিন ইউসুফ(নাহিদ)কে সাধারণ সম্পাদক এবং উম্মে সালমা বৈশাখীকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন মেহেদী হাসান রিয়েল,সুমনা আক্তার, অর্নব মাহমুদ তালুকদার, খালিদ হাসান সোহাগ, আবির অওরাত শান্ত, মো: নাঈম উদ্দীন, শাকিল আহমেদ আব্দুল্লাহ, আনজুম আনুস্কা (সহ-সভাপতি), মাবিয়া নওশীন,ফরহাদ হোসেন,আব্দুল্লাহ আল মাহিম প্রান্ত,ইয়ামিন তালুকদার,সুসান্ত বসাক,হাফিজুর রহমান,শাকিল আহাম্মেদ টুটুল,মো: আতিকুর রহমান পারভেজ,মু আবু হাফিজ জিহাদী, শিহাব আরমান মনির(যুগ্ম সাধারণ সম্পাদক), মুশফিকুর রহমান ইমন,হুমায়ন রশিদ সম্রাট,আলী আজগর,মো: রাসেল মিয়া,অর্নব দীপ্ত,অংকিতা বসাক,সানজিদা আফরিন মুন (সাংগঠনিক সম্পাদক), মো: রাকিবুল হাসান প্রামাণিক (প্রচার সম্পাদক), সামিউ আহমেদ উচ্ছাস,রিফাত বিন জামাল(উপপ্রচার সম্পাদক),
মাহবুবুর রহমান মাহিন(অর্থ সম্পাদক), জাহিদ হাসান,লোকমান হোসেন লিমন (উপ-অর্থ সম্পাদক), অনিক হাসান(দপ্তর সম্পাদক), শৈশব অধিকারী, সান আহমেদ(উপ-দপ্তর সম্পাদক), আয়নাল হক (আইন বিষয়ক সম্পাদক), রাইসা আবিদা রুমি, মো: রায়হান মিয়া, খালেশুর রহমান শিশির (উপ-আইন বিষয়ক সম্পাদক), রাকিবুল ইসলাম নাহিদ (আপ্যায়ন বিষয়ক সম্পাদক), উম্মে সালমা হিমি, সাদিয়া সুলতানা (উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক), ইয়ামিন সোহাগ (ক্রীড়া বিষয়ক সম্পাদক), ফেরদৌস আহমেদ, শিষ আহমেদ সৌরভ (উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক), আবু সায়েম (শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক), রিফাত রহমান, সিয়াম হাসান (উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক), ইসরাত জাহান তারিন (ছাত্রী বিষয়ক সম্পাদক), সাদিয়া খান, সারা বিনতে সালাম রোজা, আরজুমান্দ আসমা তামান্না (উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক), আমির হামজা (মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক), সাফিন রহমান রাফি, মো: সানি মাহমুদ (উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক), হোসাইন আসিফ ইকবাল (তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক), রাসেল আহমেদ, সিফাতুর রহমান (উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক), মো: মামুন মিয়া (সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক), মো: সজীব সরকার, রাসেল মাহমুদ(উপ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক), সাজ্জাদ হোসাইন (বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক), আসাদুজ্জামান রিয়েম, হাসান (উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক), রাব্বি ইসলাম (ধর্ম বিষয়ক সম্পাদক), উৎস ঘোষ জয়, মনির হোসাইন (উপ-ধর্ম বিষয়ক সম্পাদক), শিহাব উদ্দীন (গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক), তুষার, সায়েম রহমান, মোমিনুল ইসলাম (উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক) এবং সদস্যরা হচ্ছেন: আসমিয়া ফারহিন, আফিফা নওরিন সামিহা, রোনা আন্জুমান, সীমান্ত চন্দ্র, রিদয়ান হাসান, ফারিয়া খান নিশাত, শিমান ইসলাম আখুন্দ, ফারুক আহমেদ সানি, আসিফ আহমেদ, শোয়াইব আল সিজন, রাশেদ রহমান, মোগল ইখতিয়ার উদ্দীন, দেওয়ান মাহবুব কামাল তন্ময়, রাইয়ান আসফিন, মো: রাশেদুজ্জামান, রাকিবুল হাসান, শুভ আহমেদ, মো: ইমন জামাল, সালিম, আনিলা রহমান, ইদ্রিস আলী খান।

গত ১ সেপ্টেম্বর,২০২৩ সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক এক আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ বছরের জন্য এই কমিটি অনুমোদন দেন। উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীদের থাকা-খাওয়া সহ সার্বিক সহযোগিতার পাশাপাশি ভর্তি পরবর্তী সময়ে আবাসনের ব্যবস্থাসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের কল্যাণে ও যাবতীয় সমস্যা সমাধানে দীর্ঘদিন যাবত নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

সর্বশেষ