ইবিতে ‘স্টাডি এন্ড জব অপরচুনিটি ইন জাপান’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার

ইবিতে ‘স্টাডি এন্ড জব অপরচুনিটি ইন জাপান’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার

ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘স্টাডি এন্ড জব অপরচুনিটি ইন জাপান’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে এই সেমিনারের আয়োজন করে ইন্সটিটিউট অব ইসলামিক এডুকেশন এণ্ড রিসার্চ (আইআইইআর)।

আইআইইআর-এর পরিচালক প্রফেসর ড. মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম ও বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সেমিনারে কি-নোট স্পিকার ছিলেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিজ এন্ড সায়েন্স-এর ডিন প্রফেসর ইয়োশীও মায়েদা। তিনি ‘সাস্টেইনেবল সোসাইটি ক্রিয়েটেড বাই দ্যা ইয়ুথ অব দ্যা ওয়ার্ল্ড’ বিষয়ের উপর আলোচনা করেন। অপর কি-নোট স্পিকার এভরি জাপান গ্রুপের সিইও কাওয়ামোতে ইয়াশুহিরো ‘হায়্যার এডুকেশন এন্ড জব অপরচুনেটি ইন জাপান’ বিষয়ের উপর আলোচনা করেন।

এই আন্তর্জাতিক সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সর্বশেষ