১০ দফা দাবিতে ১২ দলীয় বিক্ষোভ আজ

 

শনিবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করবেন তারা। জোটের শরিক দল বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা এতথ্য জানান।

এহসানুল হুদা বলেন, ১২ দলীয় জোটের উদ্যোগে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।তিনি আরও বলন, মিছিলটি বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন সড়কের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গল মোড় ঘুরে আবারও একই জায়গায় গিয়ে শেষ হবে। ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবেন।

সর্বশেষ