কুবি প্রতিনিধি : গুচ্ছ ভর্তি পরীক্ষার ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আঞ্চলিক কেন্দ্র হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে অনুপস্থিত ছিলেন ১৩৬ জন শিক্ষার্থী। শতকরা অনুপস্থিতির হার ১.৯৫ শতাংশ।
শনিবার (২০মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী।
তিনি বলেন, গুচ্ছ ভর্তি পরিক্ষার ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আঞ্চলিক কেন্দ্র হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৬৯৬২ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নিয়েছে ৬৮২৬ জন শিক্ষার্থী। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১৩৬জন। অর্থাৎ উপস্থিতির হার শতকরা ৯৮.০৫ ভাগ। অনুপস্থিতির হার শতকরা ১.৯৫ভাগ।
প্রসঙ্গত, দুপুর ১২টায় শুরু হয় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা যা চলে দুপুর ১টা পর্যন্ত। এছাড়াও আগামী ২৭মে এ ইউনিট এবং ৩মে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা বেলা ১২টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত।