উৎসবমুখর পরিবেশে বশেফমুবিপ্রবিতে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে বশেফমুবিপ্রবিতে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বশেফমুবিপ্রবি প্রতিনিধি:

উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে GST ভুক্ত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মে) দুপুর ১২.০০ টা থেকে ০১:০০ টা পর্যন্ত ক্যাম্পাসে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির ‘বি’ ইউনিটের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান পরীক্ষার হল পরিদর্শন করেন।

ভর্তিচ্ছু নবীন শিক্ষার্থী ও অভিভাবকদের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

উল্লেখ্য, এ বছর ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির গুচ্ছ পরীক্ষা শুরু হয়েছে। ‘বি’ ইউনিটে বঙ্গমাতা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২২১ জন শিক্ষার্থী ছিলো, এর মাঝে ১১৯৯ জন পরীক্ষায় অংশ নেন। উপস্থিতির শতকরা হার ৯৮.২০ শতাংশ।

আগামী ২৭ মে সি ইউনিট ও ০৩ জুন এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক অধ্যাপক কর্নেল (অব:) কাজী শরীফ উদ্দিন, প্রক্টর ইউসুফ আলীসহ চেয়ারম্যানবৃন্দ পরীক্ষার হল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

সর্বশেষ