মোস্তাফিজের একাদশে জায়গা পাওয়ার সম্ভবনা কম

মোস্তাফিজের একাদশে জায়গা পাওয়ার সম্ভবনা কম

আকাশ দাশ : সৈকত বাংলাদেশী পেসার মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসের শুরুর একাদশে সুযোগ পাওয়ার সম্ভবনা খুবই কম বলে জানিয়েছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্য এবং ক্রিকেট বিশেষজ্ঞ হার্শা ভোগলে। আর মাত্র কয়েকদিন পর শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের জমজমাট আসরগুলোর মধ্যে অন্যতম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। তবে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য আইপিএলের পরবর্তী আসর নিয়ে শঙ্কা রয়েছে দুই বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান এবং লিটন দাশের। তবে আইপিএলের শুরু থেকে খেলার কথা রয়েছে আরেক বাংলাদেশী পেসার মোস্তাফিজুর রহমানের। আগামী ১লা এপ্রিল লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে দিল্লি।

তবে এরই মাঝে প্রশ্ন দাঁড়িয়েছে এতো তারকার ভীড়ে শুরুর একাদশে মোস্তাফিজুর দিল্লির একাদশে জায়গা পাবে কিনা? ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশেষজ্ঞ হার্শা ভোগলে মনে করছেন, দিল্লির একাদশে মুস্তফিজের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজে রোববার দিল্লির সম্ভাব্য একাদশ নিয়ে কথা বলেন হার্শা ভোগলে। সেখানে তার ভাবনা অনুযায়ী মুস্তাফিজ দিল্লির পছন্দের তালিকায় থাকা সপ্তম বিদেশি ক্রিকেটার। যেখানে একাদশে খেলতে পারে চারজন বিদেশি। ভারতীয় এই ধারাভাষ্যকার ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘বোলিংয়ে শুরুর একাদশে বিদেশি পেসার হিসেবে মুস্তাফিজের প্রতিযোগিতাটা দুই দক্ষিণ আফ্রিকান আইনরিখ নরকিয়া ও এনগিডি লুঙ্গীর সঙ্গে। আর বাকি দুইজনের একজন পন্থের পরিবর্তে দিল্লির অধিনায়কত্ব সামলাতে যাওয়া অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার। দলে অলরাউন্ডার ও বাকি বিদেশি হিসেবে খেলার সম্ভাবনা বেশি রয়েছে আরেক অসি তারকা মিচেল মার্শের। যিনি ঝড়ো ব্যাটিংয়ের পাশাপাশি প্রয়োজনে বোলিংয়েও অবদান রাখতে পারেন।’

সর্বশেষ