জবিতে তথ্য অধিকার আইন ও কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লিয়ন সরকার, জবি প্রতিনিধি ঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং তথ্য অধিকার বিষয়ক এপিএ কমিটির যৌথ আয়োজনে ২য় পর্যায়ে এ তথ্য অধিকার আইন ও কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ১৯ মার্চ) ২য় পর্যায়ে এ তথ্য অধিকার আইন ও কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানিত হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও এপিএ কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ও ইউজিসির জনসংযোগ, তথ্য ও অধিকার বিভাগের পরিচালক ড. এ কে এম শামসুল আরেফিন।

অনুষ্টানে তথ্য অধিকার আইন ও কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন ইউজিসির জনসংযোগ, তথ্য ও অধিকার বিভাগের উপ পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। প্রশিক্ষণটি পরিচালনা করেন উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষনে অংশগ্রহণ করেন।

সর্বশেষ