নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহত ১

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ভবনে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়ে ঢামেকে ভর্তি আছেন তিনজন।

নিহত ব্যক্তির নাম আওলাদ হোসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাকসুদ মিয়া ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় আওলাদ নামে একজন মারা গেছেন। এছাড়া আহত তিনজন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।

শনিবার (১৮ মার্চ) সকাল ৯টা ২ মিনিটে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা আক্তার ঢাকা মেইলকে বলেন, সকাল ৯টা ২ মিনিটে নিতাইগঞ্জে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও তিনটি ইউনিট পাঠানো হয়েছে। আহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাও জানা যায়নি। ভবনটির নিচতলায় ডালের গুদাম ছিল বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে একতলার ছাদ ধসে পড়ে।

ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সাবধানে কাজ করছে দমকল বাহিনী।

সর্বশেষ