স্টাফ রিপোর্টার:- বরিশালের আগৈলঝাড়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মডেল মসজিদ উদ্বোধনের পরে শুক্রবার প্রথম জুম্মার নামাজে মুসল্লীদের ঢল নেমেছিল মডেল মসজিদে।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহসহ দেশ ও জাতির অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রথম জুম্মা নামাজের আগে বক্তব্য রাখেন
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মডেল মসজিদের সভাপতি সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাত।
প্রথম জুম্মার নামাজ শেষে দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন, , উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আ.ছাত্তার মোল্লা, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসাইন, ইসলামিক ফাউন্ডেশনের ফিন্ড সুপারভাইজার আসাদুর রহমান মান্না, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, সহকারী প্রধান শিক্ষন ছরোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রেমন ভুইয়া, শ্রম বিষয়ক সম্পাদক সবুজ আকন, উপজেলা শ্রমিলীগের সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আনিচ সেরনিয়াবাত, ব্যবসায়ী মিরাজ হোসেন, সামচু সরদার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, সাংবাদিক কেএম আজাদ রহমান, বাংলা টিভির ব্যুরো ইনচার্জ এফ এম নাজমুল রিপন, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, আওয়ামীলীগ নেতা বজলুল হক হাওলাদারসহ অন্যানরা।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটি আহবায়(মন্ত্রী)আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ(এমপি)সহ দেশ ও জাতির অগ্রগতি কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন।