তাঁতিদের আর্থসামাজিক অবস্থা জানতে নৃবৈজ্ঞানিক মাঠকর্ম

লিয়ন সরকার, জবি প্রতিনিধি ঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থীদের অংশগ্রহনে টাঙাইলের পাথরাইলে অবস্থিত তাঁতিপল্লীর তাঁতিদের আর্থসামাজিক জানতে মাঠকর্ম গবেষণা পরিচালিত হয়।

গত ১২ ও ১৩ মার্চ (রবি ও সোমবার) দুইদিন ব্যাপী এ মাঠকর্ম অনুষ্ঠিত হয়। মাঠকর্মের সার্বিক তত্বাবধানে ছিলেন কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক জনাব আব্দুল কুদ্দুস। এছাড়াও ছিলেন সহকারী অধ্যাপক জনাব সফিকুল ইসলাম ও জনাব আরিফ ইখতেখার।

মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যতের তুলনামূলক অধ্যায়ন হল নৃবিজ্ঞান। আর নৃবিজ্ঞানের শিক্ষার্থীদের ক্লাসরুমের তাত্ত্বিক জ্ঞানকে প্রয়োগ করার একমাত্র ক্ষেত্র হল মাঠকর্ম। তাইতো স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়া ক্ষুদে নৃবিজ্ঞানীদের বিশ্ববিদ্যালয় জীবনে দুইবার মাঠে যেতে হয়। প্রথমবার দ্বিতীয় বর্ষে আর শেষবার স্নাতকোত্তরে। এরমধ্যে প্রথমবার মাঠে যেতে হয় নিছক অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। যেই অভিজ্ঞতা একজন নৃবিজ্ঞানীকে গবেষণাকর্মে ভিত্তি তৈরিতে সাহায্য করে।

এরই প্রেক্ষিতে জবি নৃবিজ্ঞান বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে টাঙাইলের পাথরাইলে অবস্থিত তাঁতপল্লীর তাঁতিদের আর্থসামাজিক অবস্থা নিয়ে গবেষণার জন্য মাঠকর্ম পরিচালিত হয়।

নৃবিজ্ঞানে মাঠকর্মের গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে মাঠকর্মের প্রধান তত্ত্বাবধায়ক ও কোর্স শিক্ষক সরকারি অধ্যাপক জনাব আব্দুল কুদ্দুস জানান, বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্যই হলো জ্ঞান সৃষ্টি ও বিতরণ করা। আর এই জ্ঞান সৃষ্টির একমাত্র পথ হচ্ছে গবেষণা। তাছাড়া শিক্ষার্থীদের তাত্ত্বিক পড়াশুনার পাশপাশি প্রায়োগিক জ্ঞান অর্জনের ক্ষেত্রে এ ধরনের মাঠকর্ম সহায়ক। এজন্য নৃবিজ্ঞান বিভাগ প্রতি বছরই এ ধরনের মাঠকর্মের আয়োজন করে যাতে শিক্ষার্থীরা কমিউনিটির কাছাকাছি গিয়ে তাদের সাথে কথা বলে যে কোনো বিষয় সম্পর্কে জানতে পারে।

সর্বশেষ