আকাশ দাশ সৈকতঃ
বদলে যাচ্ছে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত গুলিয়াখালি সমুদ্র সৈকতের চিত্র। সেখানে তৈরি হবে ওয়াকওয়ে, রিসোর্ট- রেস্টুরেন্টসহ সেতু তৈরির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
বুধবার নির্মান কাজের জন্য উপজেলা প্রশাসনের তৈরি নকশা অনুমোদিত হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বশার মোহাম্মদ ফখরুজ্জাম । সম্প্রতি গুলিয়াখালি সমুদ্র সৈকত পরিদর্শন শেষে জেলা প্রশাসন সৈকতের উন্নয়নের জন্য উপজেলা প্রশাসনকে বেশ কিছু নির্দেশ দেন। এই সময় তিনি বলেন, সৈকতের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশের ইউনিট কার্যক্রম শুরু হয়েছে। নকশা অনুযায়ী বেড়িবাঁধ থেকে ইংরেজি ওয়াই আকৃতির দশ ফুট ওয়াকওয়ে নির্মান করা হবে। এছাড়া এর দুইদিকে হবে রিসোর্ট এবং রেস্টুরেন্ট।
এইদিকে এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম বলেন, বর্ষাকালে সৈকত জোয়ারে ডুবে যায় তাই জোয়ার শেষ হওয়ার জন্য পর্যটকদের অপেক্ষা করতে হয়। তাই সব ঋতুতে যাতে পর্যটকরা সৈকতের সৌন্দর্য উপভোগ করতে পারে এমন একটি নকশা নির্মান করা হয়েছে এবং অল্প সময়ে এর নির্মানকাজ শুরু হবে।