আকাশ দাশ /ক্রীড়া প্রতিবেদকঃ
গোড়ালির চোটের কারণে তিন মাসের জন্য মাসের বাইরে থাকতে হবে ডেনমার্ক অধিনায়ক এবং ম্যানচেস্টার ইউনাইটেড’র (ম্যান ইউ) তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেনকে।
প্রিমিয়ার লিগে দারুণ অবস্থানে আছে ম্যান ইউ। ৩২ ম্যাচে ১২ জয় আর ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে আছেন তালিকার চতুর্থ অবস্থানে। তবে দলটির শিবিরে দুসংবাদ নিয়ে এলো ডেনিশ তারকা মিডফিল্ডার এরিকসেনের চোট। গত শনিবার এফএ কাপে রিডিংয়ের বিরুদ্ধে ম্যাচে গোঁড়ালির চোটে আক্রান্ত হয়ে তিন মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি।
এক বিবৃতিতে এরিকসেনের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ম্যানইউ জানিয়েছে, এপ্রিলের শেষ বা মে মাসের শুরু পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে ৩০ বছর বয়সী এরিকসেনকে। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের ৩২ ম্যাচের ৩১টি খেলেছেন এরিকসেন। দুই গোল করার পাশাপাশি তার নামের পাশে রয়েছে ৯টি অ্যাসিস্ট।
এইদিকে এরিকসেনের চোট নিয়ে ম্যান ইউ কোচ এরিক টেন হ্যাগ বলেন, ‘এরিকসেন হতাশ, সাথে আমরাও। কিন্তু শীর্ষ পর্যায়ের ফুটবলে এমনটা হতেই পারে। এর সাথে মানিয়ে নিয়েই আমাদের চলতে হবে। আমি মনে করি কেউ তার জায়গা পূরণ করতে পারবে না। কারণ প্রতিটি খেলোয়াড়েরই ভিন্ন কিছু বৈশিষ্ট রয়েছে। এরিকসেনের মত খেলোয়াড়ের অভাব পূরণ করা কঠিন