মেহেদী হাসান শাহীন, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর মহানগরীর ইটাহাটা এলাকায় বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে।
নিহত হলেন, গাজীপুর মহানগরের বাসন থানার ইটাহাটা এলাকার আবুল হোসেন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও প্রবাসী রাশেদুল ইসলাম ও শিউলি আক্তারের মেয়ে আয়েশা সিদ্দিকা। তার গ্রামের বাড়ি শেরপুর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার ইটাহাটা এলাকায় একটি সোয়েটার ফ্যাক্টরির নতুন ফ্লোরের কাজ চলার সময় রাস্তার পাশে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আয়েশা সিদ্দিকা (৪) মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতের দাদা মো. সোলায়মান জানান, তিনি পরিবার নিয়ে ইটাহাটা এলাকার আবুল হোসেন মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। রাস্তার পাশে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার নাতনির মৃত্যু হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান জানান, ইটাহাটা এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুর মৃত্যুর হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।