আকাশ দাশ /ক্রীড়া প্রতিবেদকঃ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরের শুরু থেকে দারুণ ফর্মে আছে সিলেট স্ট্রাইকার্স। তবে তার আগে সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে গুঞ্জন উঠেছে বিপিএলের চলতি আসরের চ্যাম্পিয়ন হবে সিলেট স্ট্রাইকার্স। তবে এমনটাই বাড়াবাড়ি বলছেন দলটির অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বিপিএলে নিজেদের প্রথম ম্যাচ জয়ের পর টানা পাঁচ ম্যাচ জিতে নিজেদের জয়রধ অব্যাহত রেখেছিলো সিলেট স্ট্রাইকার্স। ঢাকা পর্ব শেষে চট্টগ্রামে দ্বিতীয় পর্বের পর আবারো ঢাকায় ফিরে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান রাখছেন সবার শীর্ষে। এবার বিপিএল তাদের শহর সিলেটে তাইতো সেখানে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক জানিয়েছেন, আসরে দারুণ খেললেও চ্যাম্পিয়ন হয়ে যাবে সিলেট এরকম বলা বাড়াবাড়ি। বিপিএলের অভিজ্ঞ এই অধিনায়কের ভাবনা আগে প্লে-অফ।
তিনি বলেন, ‘আগে আমাদের ভাবনা পয়েন্ট টেবিলের এক নম্বর বা দুই নম্বরে যাওয়া। সেখানে জায়গা করে নিতে পারলে সুযোগ থাকে চ্যাম্পিয়ন হওয়ার। অবশ্য প্লে-অফ ম্যাচগুলোতে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে আমাদের। এখনই চ্যাম্পিয়নের কথা বলা হচ্ছে, এটা বাড়াবাড়ি।’