আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ আসন্ন কাতার বিশ্বকাপকে সামনে রেখে ল্যাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার বাতিল হওয়া ম্যাচটি আগামী সেপ্টেম্বরের ২২ তারিখে ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিত হবে।
ল্যাতিন আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছিলো ব্রাজিল অন্যদিকে দ্বিতীয়স্থানে থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছিলো চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। তবে বিশ্বকাপ বাছাইয়ের মধ্যখানে একটি ম্যাচ বাতিল হয়েছিল দুইদলের। করোনা নিয়ে আর্জেন্টিনার প্লেয়ারদের মিথ্যাচারের কারণে ম্যাচটিতে বাধা দেয় ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ। সেই ম্যাচটি এখন পুনরায় খেলতে হবে ব্রাজিল ও আর্জেন্টিনাকে।
তবে আর্জেন্টিনা ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানালেও আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার (ফিফা) আদেশে এখন ম্যাচটি খেলতে হবে দুইদলকে। যার জন্য ইতিমধ্যে ম্যাচটির তারিখ এবং ভেন্যু নির্বাচিত করেছে ফিফা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বর মাসের ২২ তারিখে ব্রাজিলের সাও পাওলোতে।
উল্লেখ্য ব্রাজিল এবং আর্জেন্টিনা ছাড়াও ল্যাতিন আমেরিকা অঞ্চল থেকে কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং ইকুয়েডর।