আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ নেইমারকে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা বলছেন দলটির কোচ তিতে। কাতার বিশ্বকাপ বাছাইপর্বে কনমেবল অঞ্চল থেকে ব্রাজিল এসেছে বিশ্বকাপে। ১৭ ম্যাচের মধ্যে দলটি জিতেছে ১৪টিতে ম্যাচ । দলের এমন পারফরম্যান্সের পিছনে নেইমারের অবদানও ছিল অনেক। বিপক্ষ দলের জালে গোল পাঠিয়েছেন ৮টি আর, সতীর্থদের দিয়ে পাঠিয়েছেন ৭টি। তাইতো ব্রাজিলের সবচেয়ে বড় তারকা হিসেবে নেইমারের নাম বললেন কোচ তিতে। দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল কোচ তিতে বলেন, “নেইমার তো নেইমারই। সে আমাদের সবচেয়ে বড় তারকা। এখন পার্থক্য হলো, তার আশেপাশে তারকা হওয়ার কাছাকাছি থাকা কিছু খেলোয়াড় আছে যারা জ্বলে উঠতে পারে।” তিতে আরো বলেন, “নেইমারের ক্ষেত্রে বড় ব্যাপার হলো, সে এই তরুণদের উন্নতির ধারাটা বোঝে। সে ছেলেদের একটি স্তরে যেতে উৎসাহিত করে। সময় আর অভিজ্ঞতার সঙ্গে মানুষের এই পরিণতিবোধ আসে।