আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ
টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। পানির নিচে তলিয়ে যাচ্ছে সড়ক বিচ্ছিন্ন হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। অধিকাংশ ঘরে নেই বিদ্যুৎ সংযোগও তাইতো এমন অবস্থায় সবাইকে ধৈর্য রাখতে এবং মানসিকভাবে শক্ত থাকার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল
বাংলাদেশ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন। সিলেটে বন্যা পরিস্থিতির চিত্র দেখে তামিম সেখান থেকেই এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি সিলেট-সুনামগঞ্জ আজ বিপর্যস্ত ভয়াবহ বন্যায়। বিভিন্ন ছবি দেখে এবং বন্যার খবর জেনে খুব খারাপ লাগছে।সবাই ধৈর্য রাখুন, মানসিকভাবে শক্ত থাকুন। যতটা সম্ভব সবাই দুর্গতদের পাশে থাকুন, পরস্পরের সহায়তা করুন। প্রার্থনা করছি যেন এই বিপদ দ্রুত কেটে যায়। আল্লাহ সবার সহায় হোন।’