স্টাফ রিপোর্টারঃ- দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্তানের লক্ষ্যে ২৫টি পরিবারের মাঝে দুইটি করে ছাগল ও ছাগল পালনের জন্য একটি করে ঘর, ওষুধ ও খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেনের
সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার,মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়সহ অন্যনরা।