ইমরান হোসেন সরকর, ঢাকা : দীর্ঘ চার বছর অপেক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রবিবার (১২ জুন) বাংলাদেশ ছাত্রলীগের ভ্যারিফাইড ফেসবুক পেজে ১৩ পৃষ্ঠার তালিকা প্রকাশ করা হয়। এতে বিভিন্ন পদে স্থান পাওয়া ৩২১ জনের নাম-পদবি রয়েছে।
৩২১ জনের মধ্যে উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক পদে স্থান পেলে নরসিংদীর সন্তান মোবারক মিয়া।
মোবারক মিয়া নরসিংদী জেলার মনোহরদী থানাধীন খিদিরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আব্দুর রশিদ এর পুত্র। তিনি সরকারি তিতুমীর কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অর্নাস ২০১৭-১৮ সেশনের ছাত্র।
ভয়েজবিডি২৪ কে তিনি বলেন,বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আদর্শের সহিত পালন করতে সদা সচেষ্ট থাকব এবং বাংলাদেশ ছাত্রলীগ সরকারি তিতুমীর কলেজ শাখার সভাপতি মোঃ রিপন মিয়া ও সাবধান সম্পাদক মাহামুদুল হক জুয়েল মোড়ল ভাই প্রতি আমি কৃতজ্ঞ।